মনপুরায় জেলেদের মাঝে ছাগল বিতরণ
লালমোহন বিডিনিউজ, মনপুরায় সংবাদদাতা : ভোলার মনপুরায় কোস্ট ট্রাষ্টের অধীনে পরিচালিত ইকোফিস প্রকল্পের উদ্যোগে জেলেদের মাঝে গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা হাজীর হাট ইউনিয়নের ভূঁইয়ার হাট নামক স্থানে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহান্সড কোস্টাল ফিসারিজ(ইকোফিস) প্রকল্পের অধীনে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরন বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জন সদস্যের মাঝে “গরীবের গাভী”(ছাগল) বিতরণ করা হয়। পাশাশি ১৫০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
হাজীর হাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ভুট্টু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রাক্তন ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ইকোফিস প্রকল্প কর্মকর্তা সাইদুর রহমান ও মোঃ সামিরুজ্জামান। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মোঃ কামরুল হাসান সবুজসহ প্রল্পের সুবিধাভোগী জেলে পরিবারের বিভিন্ন এইচজিসি দলের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।