সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » এমপিওভুক্ত শিক্ষকরা কে কত বেতন পাবেন
এমপিওভুক্ত শিক্ষকরা কে কত বেতন পাবেন
লালমোহন বিডিনিউজ :নতুন স্কেলে এমপিওভুক্ত কলেজের একজন অধ্যক্ষের বেতন হবে প্রায় ৫০ হাজার টাকা। এত দিন তাঁরা পাচ্ছিলেন ২৫ হাজার ৭৫০ টাকা।
সহকারী অধ্যাপকেরা পাবেন ৩৫ হাজার ৫০০ টাকা (ষষ্ঠ গ্রেড)। তারা এখন পাচ্ছেন ১৮ হাজার ৫০০ টাকা।
আর একজন প্রভাষকের মূল বেতন হবে ২২ হাজার টাকা (নবম গ্রেড)। বর্তমানে তাঁরা ১১ হাজার টাকা পাচ্ছেন।
বেসরকারি কলেজের শিক্ষকেরা চাকরিজীবনে একবারই পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হতে পারেন।
আর বেসরকারি হাইস্কুলের সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা। এখন তারা পাচ্ছেন ৮ হাজার টাকা।
আর সিনিয়র সহকারী শিক্ষকের বেতন হবে ২২ হাজার টাকা (নবম গ্রেড)। এখন পান ১১ হাজার টাকা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, গতকাল সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি এনে তারপর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমস্যার সমাধান হলো।
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তাঁরা মূল বেতনের শতভাগ সরকার থেকে পেয়ে থাকেন। এর বাইরে কিছু ভাতাও পান।
তবে সরকারি চাকরিজীবীরা আগামী মাসে (জানুয়ারি) বেতন তোলার সময় নতুন স্কেলে পেলেও এমপিওভুক্ত শিক্ষকেরা একই সময়ে তা পাবেন কি না, তা ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, একটু সময় লাগলেও তাঁরা বকেয়া হিসেবে জুলাই থেকেই নতুন স্কেলে বেতন পাবেন। এতে কোনো অসুবিধা হবে না।
১৫ ডিসেম্বর নতুন বেতন স্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি স্পষ্ট না করায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে প্রায় সব কটি শিক্ষক-কর্মচারী সংগঠন আন্দোলনের হুমকি দেয়।
গতকাল প্রজ্ঞাপন জারি হওয়ায় তারা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।