রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নৌ পুলিশের যৌথ অভিযানে ফাঁকা মেঘনানদী।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নৌ পুলিশের যৌথ অভিযানে ফাঁকা মেঘনানদী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন এলাকার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মেঘনানদী ফাঁকা দেখা গেছে। গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলমান মা ইলিশ রক্ষায় অভিযানে রবিবার সরেজমিনে মির্জাকালু এলাকার মেঘনানদীতে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় জেলেরা জানান, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ি ও মৎস্য দপ্তরের নিয়মিত অভিযান চলমান থাকায় মেঘনানদী ফাঁকা রয়েছে। ফলে মা ইলিশ রক্ষায় অভিযানের সময় বিকল্প কর্মসংস্থানে কাজ করছে স্থানীয় জেলেরা।
মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, মা ইলিশ রক্ষায় স্থানীয় মৎস্য বিভাগের সাথে মেঘনা নদীতে যৌথ অভিযান চলমান রয়েছে। মা ইলিশ রক্ষায় অভিযান ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ।