রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান।।লালমোহন বিডিনিউজ
মনপুরা প্রতিনিধি : কেক কাটার পরিবর্তে ২শ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ভোলার জেলার মনপুরা উপজেলা যুবদল।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট বাজারে যুবদল কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
পরে কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা যুবদলের উদ্যোগে দুই জন চিকিৎসকের একটি টিম দ্বারা ২০০ জন গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে বাদ যোহর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বক্তব্যে মনপুরা যুবদলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই বাংলাদেশে যে কোন দুর্যোগের আগে ও পরবর্তী সময়ে আমরা তৃণমূল মানুষের কাছে ছুটে যাচ্ছি। এবারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটার আয়োজন না করে তারেক রহমানের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহন করেছি। দেশব্যাপী একইভাবে আমাদের এ কর্মসূচি চলমান।