শনিবার, ১২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের আয়োজনে সাদাপুল বাজার এলাকায় এ পুরস্কার বিতরণ করা হয়। এরআগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রশ্ন বিতরণ করা হয়।
অনুষ্ঠিত এই সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমস্থান অর্জন করে সাতানি বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাছনাই, দ্বিতীয়স্থান অর্জন করে মুসলিমিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. আমির হামজা এবং তৃতীয়স্থান অর্জন করে মহেশখালী ফজরআলী দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. জাবেদ। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।
পুরস্কার বিতরণকালে লালমোহন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল- আমিন, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাকিল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাসনাইন আল মূসা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. নাহিদ ফরায়েজী, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি গাজিউর রহমান রাজু এবং সেক্রেটারি মো. তামিম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে চায়। এই আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হলে মেধাবী হওয়ার পাশাপাশি নিজেকে কোরআনের কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। যার মাধ্যমে আগামীতে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ায় অগ্রণী ভূমিকা রাখা সম্ভব হবে।