মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বসতঘরের টপ বারান্দা নির্মাণে বাঁধার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বসতঘরের টপ বারান্দা নির্মাণে বাঁধার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে নির্মিত বসতঘরের সামনে টপ বারান্দা নির্মাণকালে প্রতিপক্ষ কর্তৃক বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
এমন অভিযোগ করেন উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুগুরিয়া বাজার সংলগ্ন মৌলভি বাড়ির বাসিন্দা মো: সফিউল্লাহর ছেলে ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, দীর্ঘ কয়েকবছর আগেই বসতঘরটি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। তবে সেসময় আর্থিক অভাবে বসতঘরের সামনে টপ বারান্দা নির্মাণ করতে পারিনি। এখন বারান্দা নির্মাণ শুরু করলে একই বাড়ির মৃত ঈসা রুহুল্লাহর ছেলে মো: আহম্মেদ উল্লাহ বজলু ও মৃত আলী আহম্মদের ছেলে মো: সাহাজানসহ তাদের লোকজন বাঁধা দেয়। এসময় তারা ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে।
ইকবাল আরও বলেন, এ ঘটনায় আমার মা হাসিনা বেগম বাদি হয়ে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে চাঁদার দাবিতে বসতঘরের টপ বারান্দা নির্মাণে বাঁধা দেয়ার বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে আহাম্মদ উল্লাহ বজলু বলেন, আমরা ওখানে জমি পাবো। তাই বাঁধা দিয়েছি।
লালমোহন থানার এএসআই আল আমিন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে শালিস মিমাংসায় রাজি হয়েছে।