মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভা কমিটি গঠন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীক ফোরামের উপজেলা ও পৌরসভা কমিটি গঠন।।লালমোহন বিডিনিউজ
জাহিদ দুলাল,লালমোহন বিডিনিউজ :ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সংগঠন ব্যবসায়িক ফোরামের লালমোহন উপজেলা ও পৌরসভা কমিটির গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহনের চাইনিজ রেস্টুরেন্ট ফুড প্যালেসে লালমোহন উপজেলা পর্যায়ে হাসান স্টোরের মালিক এম, এ হাসানকে সভাপতি ও সোলায়মান জমাদারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও পৌরসভা পর্যায়ে টপটেন টেইলার্সের মালিক আবু সাঈদকে সভাপতি ও আলহেরা কম্পিউটারের মালিক আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ব্যবসায়িক ফোরামের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের জেলা সভাপতি আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মোঃ রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম, উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পেশাজীবী পরিষদের সমন্বয়কারী আজিম উদ্দিন খান। অনুষ্ঠানে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মালিকগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তরা সৎ ব্যবসায়ীদের গুণাবলী ও মর্যাদা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংগঠনের মাধ্যমে সৎ ব্যবসায়ী গড়ে তোলার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।