রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ :ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত সাত সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে পদাধিকারবলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহবায়ক, সরাসরি ক্রীড়া সম্পর্কিত ব্যক্তি (খেলোয়ার/কোচ/রেফারি) পদে মুছা কালিমূল্লা, জোবাইদুর হাসনাত ইভান, স্থানীয় পেক্ষপটে সর্বজন শ্রদ্ধেয়/সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী/ক্রীড়া সংশ্লিষ্ট সম্মনিত ব্যক্তি মো. জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী, ক্রীড়া সম্পৃক্ত/ সংগঠক ছাত্র প্রতিনিধি মেহরব হোসেন অপি, ক্রীড়া সংবাদিক মো. শহিদুল ইসলাম হাওলাদার ও পদাধিকারবলে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
এদিকে নবনির্বাচিত এ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন পেশা ও শ্রেণির নেতৃবৃন্দ।