বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » প্রতিষ্ঠানের আয়ের অর্থ কোষাগারে গেলেই নতুন স্কেলে বেতন পাবেন শিক্ষকরা
প্রতিষ্ঠানের আয়ের অর্থ কোষাগারে গেলেই নতুন স্কেলে বেতন পাবেন শিক্ষকরা
লালমোহন বিডিনিউজ :অষ্টম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এমপিওভুক্ত কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান নতুন কাঠামোতে বেতন পাবে, তা সার্ভে করে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে হবে। অর্থ মন্ত্রণালয় এ প্রতিবেদন রিভিউ করবে। এরপর ওইসব প্রতিষ্ঠানের আয়ের অর্থ সরকারি কোষাগারে নেয়ার প্রক্রিয়া বের করার পর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নতুন কাঠামোতে বেতন দেওয়া হবে।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়ার পর অর্থবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
এদিকে খুব শিগগির এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তিনি জানান, বেসরকারি শিক্ষকদের বিষয়টি নিয়ে একটু জটিলতা রয়েছে, কয়েকমাস দেরি হতে পারে, শর্তের সুপারিশ রয়েছে। তাই এখনই মন্তব্য করতে পারছি না।’
প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগ সরকারেরই দেওয়া ৭ম বেতন কাঠামোয় কোনও আন্দোলন ছাড়াই এমপিওভুক্ত শিক্ষকরা নতুন বেতন স্কেলভুক্ত হয়েছিলেন। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটলো।
গত মঙ্গলবার রাতে নতুন পে-স্কেলের গেজেট জারি করে সরকার। প্রজ্ঞাপনের উল্লেখযোগ্য দিক হচ্ছে, গত ১ জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর ধরা হবে বলে সেই অর্থ বকেয়া হিসেবে পাওয়া যাবে। দুই কিস্তিতে পাওয়া যাবে পাঁচ মাসের এই বকেয়া বেতন। ডিসেম্বরের বেতন জানুয়ারিতে দেওয়ার সময় পাওয়া যাবে জুলাই আর আগস্ট মাসের বকেয়া বেতন। আর সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতন পাওয়া যাবে জানুয়ারির মাসের বেতন ফেব্রুয়ারি মাসে পাওয়ার সময়। এই আদেশের অধীন প্রদেয় অন্য সব ভাতা ৩০ জুন, ২০১৫ তারিখে প্রাপ্য অঙ্কে ৩০ জুন, ২০১৬ তারিখ পর্যন্ত প্রদান করা হবে। নতুন বেতন কাঠামো কার্যকর করার সঙ্গে সঙ্গে ২০ শতাংশ মহার্ঘ ভাতা বিলুপ্ত হলেও যেসব কর্মচারী ২০১৫ সালের ১ জুলাই থেকে অবসরোত্তর ছুটি বা পিআরএলে রয়েছেন, তারা ৩০ জুন, ২০১৫ সালে যে হারে মহার্ঘ ভাতা পেতেন, সে হারে পেতে থাকবেন বলে গেজেটে বলা হয়েছে।