সোমবার, ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দিচ্ছে বিএনপি।
রবিবার (১১ আগস্ট) রাতে পৌর শহরের মদন মোহন মন্ডল জিউ মন্দিরের সামনে পাহারায় থাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এনায়েত কবির মুন্সি জানান, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ পরবর্তী দেশে শান্তি বিরাজ করছে। এ শান্ত পরিবেশ কে অশান্ত করতে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। এ সুযোগে যাতে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জাতীয়তাবাদি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে পাহারায় রয়েছি আমরা।
এদিন রাত থেকে ভোর পর্যন্ত পাহারায় ছিলেন এবং এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এদিকে রাতজেগে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির পাহারা দেয়ায় বিএনপি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিয়া মোহাম্মদ ইউসুফ, পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্বাস সরদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমরান কাঈফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।