বুধবার, ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার আয়োজনে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। বাংলাদেশ হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলামের কাজ হল, যেখানে জুলুম, নির্যাতন এবং দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
সমাবেশে লালমোহন উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতৃত্ব, লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্বসহ আরও অনেক উপস্থিত ছিলেন।