শনিবার, ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদ্যুস্পৃষ্টে আলিম পরীক্ষার্থীর মৃত্যু
লালমোহনে বিদ্যুস্পৃষ্টে আলিম পরীক্ষার্থীর মৃত্যু
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মো: সাইফুল ইসলাম (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিকদার বাড়ির মো: ফারুকের ছেলে ও স্থানীয় গজারিয়া বাজার পূর্ব জামে মসজিদের খাদেম। সে গজারিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী ছিল। ইতোমধ্যে ছয়টি পরীক্ষায় অংশগ্রহণও করেছিল।
জানা যায়, পড়ালেখা ও গজারিয়া পূর্ব বাজার জামে মসজিদের খাদেমের পাশাপাশি মসজিদ সংলগ্ন মক্তবে শিক্ষকতা করতো সাইফুল ইসলাম। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে গোসল শেষে মক্তবের ছাদে কাপড় রোদে শুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায় সাইফুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বিদয়ুতায়িত হয়ে সাইফুলের সারা দেহ পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।