বুধবার, ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমপি শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
এমপি শাওনের বাবার রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বাবা হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে লালমোহনের বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
হাজী নুরুল ইসলাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার আসরবাদ বায়তুর রেদোয়ান জামে মসজিদ, হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স ও উপজেলা সাব রেজিস্টার জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বাজার ব্যবসায়ী সমিতি এবং দলিল লিখক সমিতি।
এদিন আসর নামাজের পর মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা ও তাঁকে জান্নাতবাসী করতে মহান আল্লাহর দরবারে দু-হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আবদুল খালেক সওদাগর, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহম্মদ বেপারি, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক কামরুল আলম মাজেদসহ আরও অনেকে।