বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বকেয়া বেতনের অর্ধেক ডিসেম্বরে, বাকিটা জানুয়ারিতে
বকেয়া বেতনের অর্ধেক ডিসেম্বরে, বাকিটা জানুয়ারিতে
লালমোহন বিডিনিউজ :অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে সচিবালয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান গেজেটের কপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে তুলে দেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, গেজেট প্রকাশ করতে একটু বেশি সময় ব্যয় হয়েছে।এবারের বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা খুশি হবেন বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, যেহেতু গত জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, সেহেতু গত জুলাই থেকে চলতি ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া বেতনের অর্ধেক দেওয়া হবে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে, বাকি অর্ধেক দেওয়া হবে আগামী জানুয়ারি মাসের বেতনের সঙ্গে।