মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার দুইশত কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, গেস্ট অব অনার এমপি শাওনের সহধর্মিণী ও নাওয়াল গ্রুপের চেয়ারম্যান মিসেস ফারজানা চৌধুরী রত্নাসহ অতিথিরা।
লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি নাইমুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব হাওলাদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মাসুমা বেগম, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হাওলাদারসহ আরও অনেকে।