সোমবার, ২০ মে ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে মাঠে নেমেছে কোস্টগার্ড।।লালমোহন বিডিনিউজ
ভোলায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে মাঠে নেমেছে কোস্টগার্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ২১ মে ভোলায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
রোববার সকাল থেকে কোস্টগার্ড দক্ষিণ জোন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
রোববার দুপুর ১২ টার দিকে রাজাপুর কন্টিনজেন্ট মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছেন।