বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-২
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে দুইজন কে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের সিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত ইউসুফ আলী ছেলে মো: শাহে আলম (৫৬) ও আলাউদ্দিন(৪৩)। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলাউদ্দিন জানান, হযরত আলী গংদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তা নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি চলমান। এরমধ্যে আজ (বৃহস্পতিবার) সকালে তারা বিরোধীয় ওই জমিতে কাজ শুরু করে। আমি বাঁধা দিতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালায়।
আলাউদ্দিনের ভাই শাহে আলম জানান, সকালে বিলে ছাগল বাঁধতে গিয়ে দেখি আমার ভাই আলাউদ্দিন কে মারধর করছে একই এলাকার ওলিউল্লাহ বেপারির ছেলে হযরত আলী, নসু পাটোয়ারী, তার ছেলে আকবর, সেলিম, তার ছেলে শাকিল, চিডু, তুহিনসহ আরও কয়েকজন। এসময় ভাইকে উদ্ধার করতে গেলে তারা আমার ওপরও হামলা করে। হামলাকারীরা এর আগেও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আমার বাবাকে হত্যা করেছে। যা নিয়ে মামলা চলমান।
এদিকে হামালার বিষয়ে জানতে হযরত আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ করেননি তিনি।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।