শনিবার, ২০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রী ও এমপি শাওনের প্রতি লালমোহনের ভূমিহীনদের কৃতজ্ঞতা প্রকাশ
প্রধানমন্ত্রী ও এমপি শাওনের প্রতি লালমোহনের ভূমিহীনদের কৃতজ্ঞতা প্রকাশ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত চর রোজিনা তে জমি বন্দোবস্ত পেয়েছেন ২ শতাধিক ভূমিহীন পরিবার। জমি পেয়ে প্রধানমন্ত্রী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসব পরিবার।
এদিকে বন্দোবস্ত পেয়েও নানা সংকটের কারণে জমিত বুঝে পাচ্ছিলেন না ভূমিহীনরা। অবশেষে আজ শনিবার সকালে চরে গিয়ে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোকে জমি বুঝিয়ে দিয়েছেন ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ উল্লাহ খোকন হাওলাদার এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশাররফ হোসেন লাইজু।
চর রোজিনায় ভূমি বন্দোবস্ত পাওয়া আবদুর রশিদ, আলমগীর, নুরুল ইসলাম ঢালীসহ আরও অনেকে বলেন, নানা সংকটের জন্য এতদিন পর জমি বুঝে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের বদৌলতে আমরা ভূমিহীনরা ভূমির মালিক হয়েছি। তাই প্রধানমন্ত্রী ও এমপি শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূমিহীন পরিবারগুলো।