সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বুদ্ধি প্রতিবন্ধী হারানো মেয়েকে ফিরে পেতে পরিবারের আকুতি।।লালমোহন বিডিনিউজ
বুদ্ধি প্রতিবন্ধী হারানো মেয়েকে ফিরে পেতে পরিবারের আকুতি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ :গত ১৭/০৩/২০২৪ ইং তারিখে মোসা: লিমা আক্তার (১৪) নামে একজন বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে বাসা হতে বের হয়ে আর ফিরে আসেনি।পরিবারের দাবী সে হারিয়ে গেছে। এ বিষয়ে লালমোহন থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ৮৯১ । যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: লালমোহন থানা অথবা পারভীন চৌধুরী। ঠিকানা: মাস্টার পাড়া, বাবুল মিয়া বাসা, ৬নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, ভোলা। মোবাইল নং-০১৯১৪৬৫৩৮৬৮
হারানোর সময় তার পরনে ছিল খয়রী রংরের জরঝটের জামা, ক্রিম রংরের পায়জামা, সাদা কালো ওরনা, গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ছোট, শরীলের গঠন হালকা পাতলা, মুখমন্ডল গোলাকার ডান পাশের গালে তিল আছে, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি।