মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » ১৯ বছর বয়সেই যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন লেডি গাগা
১৯ বছর বয়সেই যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন লেডি গাগা
বিনোদন ডেস্ক :নিউইয়র্ক, ১৫ ডিসেম্বর- সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন গায়িকা লেডি গাগা জানালেন, মাত্র উনিশ বছর বয়সেই ধর্ষিত হয়েছিলেন তিনি। এই ধর্ষণ কিভাবে তার মানসিক জীবনকে বদলে দিয়েছে তাও জানালেন তিনি। কিন্তু কবে এবং কে তাকে ধর্ষণ করেছিলেন সে ব্যপারে কিছুই জানান নি তিনি। তিনি বলেন, যৌন নির্যাতনের বেদনাদায়ক ব্যপারটি তিনি সাত বছর কাউকে জানাতে পারেন নি। কেউ জানেনা কেমন অত্যাচার করা হয়েছিলো তাকে।
কিভাবে সাত বছর ধরে তিনি এই নারকীয় যন্ত্রণা সহ্য করেছেন? এই প্রশ্নের জবাবে গাগা বলেন, প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুলতে তার সাতটি বছর সময় লাগে। এতগুলো বছরে তিনি একটু একটু করে শক্তি ও সাহস সঞ্চয় করেছেন।
তবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া খুবই কষ্টকর ছিল লেডি গাগার কাছে। গায়িকা বলেন, ধর্ষণের ব্যপারটি তার মনের উপর ব্যপক চাপ ফেলে। তিনি জানতেন না কিভাবে এই যন্ত্রনা সহ্য করতে হয়। তার কথায়, ‘একে স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি আমি। এর জন্য নিজেকেই দায়ী ভাবতাম। কিভাবে এই যন্ত্রনা ভোলা যায়, তাও আমার জানা ছিল না’।
কিন্তু ২৯ বছর বয়সী গায়িকা ধর্ষণের জন্য নিজেকে কেন দায়ি করতেন? তিনি জানান, তিনি জানতেন ধর্ষণ একটি পাপ, আর এর জন্য নিজেই দায়ি এমন একটি বদ্ধমুল ধারণা তার মধ্যে কাজ করতো। তিনি আধুনিক ও আবেদনময় পোষাক পরতেন বলে এমনটি তার সাথে ঘটেছে বলে ভাবতেন তিনি। একসময় এটি তাকে কাবু করলেও পরে এই মানসিক ব্যথাকর ব্যপারটি তিনি তার শক্তিতে পরিণত করেন।
নিজেকে বদলে ফেলেছেন তিনি। তার মতো আরো যারা এমন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, তাদের কাছে লেডি গাগা মুক্তির পথ দেখানো একটি নাম। অনেকেই নিজেদের এই অত্যাচারের যন্ত্রনা মনে গেঁথে রেখে তিলে তিলে শেষ হয়ে যান। তার মতে এটি ভুল। কষ্ট ঝেড়ে মাথা উঁচু করে বাঁচা উচিত এই মানুষদের, এমনটি ভাবেন ব্রিটিশ এই পপ তারকা।