বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অটোরিকশা কে বাসের ধাক্কা, আহত-৫
লালমোহনে অটোরিকশা কে বাসের ধাক্কা, আহত-৫
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ১০ নং ওয়ার্ড পৌরসভার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ মোস্তফা (৬৫), কুলসুম (২০), রাজিব (১৭), আছিয়া(৩) ও ভুলু মিয়া(৬০)। এদের মধ্যে ভুলু মিয়া কুমিল্লা জেলার বাসিন্দা এবং অন্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চরটিটিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, দুপুরে পৌরসভার গেইট এলাকায় ব্যাটারী চালিত রিকশার পেছেন থেকে ধাক্কা দিয়ে চলে যায় ভোলাগামী দ্রুত গতির বাস। ধাক্কা লেগে পৌরসভার গেইটের সাথে আঘাত লাগে রিকশার। এতে আহত হন রিকশার চালকসহ যাত্রীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসের নাম নাম্বার সংগ্রহ করা হয়েছে। বাস কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা ব্যয় বহন করছেন বলেও জানান তিনি।