সোমবার, ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নির্বাচনের তফসিল ঘোষণায় লর্ডহার্ডিঞ্জবাসীর আনন্দ মিছিল
নির্বাচনের তফসিল ঘোষণায় লর্ডহার্ডিঞ্জবাসীর আনন্দ মিছিল
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে ওই ইউনিয়নের সাধারণ জনগণ। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়নের হাজার হাজর সাধারণ মানুষ। মিছিলটি লর্ডহাডিঞ্জ বাজারের বাজারের সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মো. জসিম উদ্দিন ও মো. বাছেদ হোসেন।
লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, দীর্ঘ ১৩ বছর পর আজ ১০ মার্চ লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নিয়মানুযায়ী প্রতি ৫ বছর পরপর নির্বাচন করার কথা থাকলেও সীমানা জটিলতা দেখিয়ে একটি পক্ষ মামালা করে নির্বাচন বন্ধ রেখেছিল। সকল বাধা অতিক্রম করে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল লর্ডহাজিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জনতার মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।