সোমবার, ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায়দের কল্যানে কাজ করে যাচ্ছেন-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব অসহায়দের কল্যানে কাজ করে যাচ্ছেন-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, জাহিদ দুলাল : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই দেশের মানুষের কল্যাণ হয়। শেখ হাসিনা আছেন বলেই আমরা নিরাপদে আছি। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
১০ মার্চ সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অসহায়, হতদরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে “ভিজিডি চাল বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপসহকারী কৃষি কর্মকর্তা ( ট্যাগ অফিসার ) মোঃ রফিকুল আমিন, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।