বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের জেল-জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের জেল-জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে মো. আব্দুল হালিম নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ডিবির সহযোগিতায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম।
অভিযানকালে তিনি ওই যুবককে ইয়াবা সেবন অবস্থায় আটক করেন। পরে তার শরীর তল্লাশী চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে যুবক আব্দুল হালিম দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও দুইশত টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্ত যুবক হালিম ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার আব্দুল করিমের ছেলে।