রবিবার, ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌর মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌর মেয়রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হ্যাক করে পৌরসভার স্টাফসহ বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি চেয়েছে হ্যাকাররা।
বিষয়টি জানতে পেরে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌরসভার মেয়র।
মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি জানিয়ে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেজর শামীম, পৌরসভার ইঞ্জিনিয়ার নিজাম, স্টাফ সাখাওয়াতসহ অনেকের কাছে টাকা চেয়েছে হ্যাকাররা।
তিনি আরও বলেন, আজ ভোরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে নিশ্চুপ থাকে হ্যাকাররা। আমি অনুমান করলাম, তারা আমার নাম্বার ব্যবহার করে অন্য কারো সাথে কথা বলছে। তাই সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেই এবং আমার স্ত্রী ও মেয়ের নাম্বার দিয়ে বিভিন্নজনের সাথে যোগাযোগ করলে টাকা চাওয়ার বিষয়টি জানতে পারি এবং সকলকে টাকা না দেয়ার ব্যাপারে সতর্ক করি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যক্রম চলমান রয়েছে।