মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের পশ্চিম চরউমেদে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান বেপারি
লালমোহনের পশ্চিম চরউমেদে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান বেপারি
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে গণসংযোগ করছেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান বেপারি।
সোমবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় বাজারের সকল শ্রেণির ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।
মোহাম্মদ শাহজাহান মিয়া বেপারি, পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে হাকিমউদ্দিন বেপারি বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা মৃত মোহাম্মদ হাবিবুর রহমান।
ছাত্রজীবন থেকেই সামাজিক কর্মের পাশাপাশি রাজনীতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন শাহজাহান মিয়া বেপারি। তিনি পর্যায়ক্রমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে বর্তমানে একযুগেরও অধিক সময় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির এ দীর্ঘ পথচলায় এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে হৃদয়ের বন্ধন তৈরি করেছেন তিনি। তাই এবার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মোহাম্মদ শাহজাহান মিয়া বেপারি। এর আগেও পরপর তিনবার এ ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
শাহজাহান বেপারি বলেন, ভোলা তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নের্তৃত্বে রাজনীতির পাশাপাশি সামজিক কর্ম ও মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। সে সেবা আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আশা করি এ ইউনিয়নের মানুষের দোয়া ভালোবাসা ও সমর্থন পাবো।