শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫
ভোলার চরফ্যাশনে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫
লালমোহন বিডিনিউজ চরফ্যাশন সংবাদদাতা : চরফ্যাশনে চর মাদ্রাজ ইউনিয়নের কেরামত গঞ্জ বাজারে বৃহস্পতিবার রাত ১০টায় আ’লীগের দু’গ্রপের সংঘর্ষে পাঁচ নেতা কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে চরমাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ, যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদ কাজী, মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দুজ্জামান, আওয়ামীলীগ নেতা মাজেদ দেওয়ানকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ অভিযোগ করেন, চরমাদ্রাজ ইউনিয়ন আ’লীগ সভাপতি মোজাম্মেল জমাদারের কথামত না চলায় তার নির্দেশে আ’লীগ নেতা মিন্টু মুন্সী ও ছাত্রলীগ নেতা রাসেলের নেতৃত্বে আমাদের উপর আতর্কিত হামলা করা হয়।
চরমাদ্রাজ ইউনিয়ন আ’লীগ সভাপতি মোজাম্মেল জমাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সময়তো আমি এলাকায় ছিলাম না। মুলত কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তোফায়েল ও ছাত্রলীগ নেতা আজাদ, রাসেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ এনামুল হক জানান, কলেজ ছাত্র লীগের নির্বাচন নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ ও ছাত্রলীগ নেতা রাসেলের মধ্যে তর্ক বির্তক নিয়ে সংঘর্ষ হয়। এতে ৪/৫ জন আ’লীগ নেতা কর্মি আহত হয়েছে। আহতরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে।