সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা নির্বাহি অফিসারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে উপজেলা নির্বাহি অফিসারকে বদলি জনিত বিদায় সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিবেদক, লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ ডিসেম্বর বিকেলে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুলের দায়িত্ব পালনে ন্যায় নীতি আর্দশের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মিসেস মাসুমা খানম, সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি দিদারুল ইসলাম অরুন,যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, গোলাম মোস্তফা, আসাদ মেলকার, রাবেয়া বেগম শিলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।