শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রবাসীর স্ত্রীর সাথে ইউপি সদস্যের রসালাপ ফাঁস
প্রবাসীর স্ত্রীর সাথে ইউপি সদস্যের রসালাপ ফাঁস
লালমোহন ভোলা প্রতিনিধি : প্রবাসীর স্ত্রীর সাথে ভোলার লালমোহনের এক ইউপি সদস্যের রসালাপ ফাঁস হয়েছে। কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন ফাগুন নামে একটি আইডিতে পোস্ট করার সাথে সাথে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠে। ওই পোস্ট কল রেকর্ডটি উপজেলার লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য নো: শাহিন মিঝির বলে উল্লেখ করা হয়েছে। বিচার শালিসির নামে প্রবাসীর স্ত্রীর সাথে ওই ইউপি সদস্য অনৈতিক সম্পর্ক গড়ে তুলোছেন বলে পোস্টে উল্লেখ করা হয়। ইতোমধ্যে এমন দুটি কল রেকর্ড লালমোহন বিডিনিউজ ডটকমের হাতে এসে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের ওই দুটি কল রেকর্ড শুনে বোঝা যায়, স্বামী প্রবাসে থাকায় স্ত্রীর মামলা ও বিচার শালিসি সংক্রান্ত বিষয়সহ আর্থিক সহযোগিতার আশ্বাস দেন ইউপি সদস্য মে: শাহীন মিঝি। একইসাথে কুরুচিপূর্ণ ভাষায় ওই নারীর সাথে দৈহিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। তাকে নিয়ে একান্তে সময় কাটানের প্রস্তাবও দেন ইউপি সদস্য। তবে স্বামীর দোহাই দিয়ে ইউপি সদস্যের সাথে দূরে ঘুরতে যাওয়া ও একান্তে সময় দিতে অস্বীকার করেন ওই নারী। কল রেকর্ডের তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৯ সালের জুন ও জুলাই মাসে প্রবাসীর স্ত্রীকে এমন প্রস্তাব দিয়েছিলেন ইউপি সদস্য।
প্রবাসীর স্ত্রীর সাথে কল রেকর্ডের বিষয়ে জানতে চাইলে লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: শাহীন মিঝি বলেন, কল রেকর্ডটি প্রায় ৭/৮ বছর আগেএডিট করে তৈরি করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ এমনটি করেছে বলেও দাবি করেন তিনি।