রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের চাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো: হাসনাইন (৬) ও মো: আবদুল জব্বার।
রবিবার সকালে পৌনে ১১টার দিকে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ড লাঙলখালী বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নাগর হাওলাদার ও পুরঞ্জিত দাস নামে দুই পথচারী। নিহত হাসনাইন লাঙলখালী বাজারের সুইপার ভুট্টোর ছেলে ও আবদুল জব্বার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত করম আলীর ছেলে। জব্বার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন।
এদিকে বাস চাপায় নিহতের ঘটনায় পৃথকস্থানে তিনটি যাত্রীবাহি বাস ভাঙচুর করে ক্ষুদ্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রবিবার সকালে চরফ্যাশন থেকে ভোলাগামী ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহি বাস লালমোহন পৌরসভার লাঙলখালী বাজারের ব্রিজ থেকে নামার সময় শিশু হাসনাইন বাসের সামনে দিয়ে দৌড় দেয়। এসময় শিশুটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। এতে বাসের ধাক্কায় সড়কের পাশে থাকা পথচারী জব্বার ও শিশু হাসনাইন বাসের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, দুর্ঘটনা কবলীত বাস থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।