মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির জাহাঙ্গীরের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মনির বয়াতি (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও আরো দুই যুবক গুরুতর আহত হন।
স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির আজাহার মাঝির ছেলে জাহাঙ্গীরের ঘরে সোমবার রাত আনুমানিক ২টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন। এছাড়া জাহাঙ্গীর হালকা আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতির মৃত্যু হয়।
এলাকাবাসী আরো জানান, জাহাঙ্গীরের ভাই আবু স্থানীয় মেম্বার। ভাই মেম্বার এই সুবাদে তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে তারা এই এলাকাকে জিম্মি করে রেখেছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম, বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।