বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » জ্বালানী ও বিদ্যুৎ সপ্তাহে -ভোলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ঘরে ঘরে পৌছে দেয়ার অঙ্গীকার
জ্বালানী ও বিদ্যুৎ সপ্তাহে -ভোলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ঘরে ঘরে পৌছে দেয়ার অঙ্গীকার
লালমোহন বিডিনিউজ, পুশ্পেন্দ্র মজুমদার,ভোলা :ভোলায় বিদ্যুৎ সপ্তাহে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পৌছে দেয়ার অঙ্গীকার করে গতকাল বৃহস্পতিবার শহরে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সমাবেশ করেছে ভোল্সাহ দেশের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েষ্ট্রান জোন পাওয়ার ডিস্টিবিউশন ( ওজোপাডিকো) । শহরে র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন , জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, সহকারী প্রকৌশলী মোঃ ইউছুফ, সহকারী প্রকৌশলী রুবেল দে, প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ, প্রকৌশলী মোঃ মাজেদ, প্রকৌশলী সোøায়মান প্রমুখ । এ সময় নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে ভোলা জেলায় ২৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা দিয়ে ভোলা জেলার পাশাশি দক্ষিনাঞ্চলের চাহিদা পূরণ করা হচ্ছে। ঘওে ঘওে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হচ্ছে। গ্রাহকদেও লোড সেডিংএর দুর্ভোগ পোহাতে হচ্ছে না। এ ধারাবাহিকতা ধওে রাখতে ওজোপাডিকো ও বিদ্যুৎ বিভাগ কাজ করছে। ভোলায় গ্রাহকদেও আবেদনের পর পর ই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে । এমন সুবিধা একটি উদাহরণও বলে জানান ওই প্রকৌশলী। জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা তার বক্তভ্যে বলেন, ভোলায় ১০ ডিসেম্বও হানাদার মুক্ত দিবসে যেমনি বিজয় উৎসব হচ্ছে । তেমনি মানুষের ঘওে ঘওে সেবা পৌছে দিতে বিদ্যুৎ বিভাগ কাজ করচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধ করতে জনসাধরনকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ।