শনিবার, ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দপ্তরে ব্যবসায়ী ও হিন্দু নের্তৃবৃন্দের চিঠি || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দপ্তরে ব্যবসায়ী ও হিন্দু নের্তৃবৃন্দের চিঠি || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে শান্তি শৃঙ্খলা ভঙ্গের শঙ্কায় বহিরাগত সন্ত্রাসীদের শোডাউন বন্ধ ও নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম এবং পূজা উদযাপনের স্বার্থে সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা।
শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মহা-পুলিশ পরিদর্শক ও অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ ডিআইজি, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আইনগত ব্যবস্থা গ্রহণ চেয়ে এ চিঠি দেন তারা।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া ও সাধারণ সম্পাদক আলী আহম্মদ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন চন্দ্র জয়হিন্দের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর (রবিবার) ঢাকার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের মদদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সর্বহারা বাহিনী, হাতিয়ার সন্দ্বীপ ও নোয়াখালীসহ মেঘনার জলদস্যু এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে উপজেলা ও পৌরসভার বিভিন্ন বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে। যা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পরেছেন ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পূজা উদযাপনের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তারা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, ব্যবসায়ী সমিতি ও পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দের কাছ থেকে চিঠি পেয়েছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ফোর্স চাওয়া হয়েছে বলেও জানান তিনি।