শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » পূজা মণ্ডপে এমপি মুকুলের আর্থিক অনুদান।।লালমোহন বিডিনিউজ
পূজা মণ্ডপে এমপি মুকুলের আর্থিক অনুদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দিরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বস্ত্র ও অর্থ বিতরণ করেন।
এছাড়া ওই একই সময় ব্যক্তিগত তহবিল থেকে তিনি ২০টি মন্দিরে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করেন। একই সাথে বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সম্পাদক রফিকুল ইসলাম পৌরসভা সদরের তিনটি মন্দিরে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা বিতরণ করেন ।
বোরহানউদ্দিন পুজা উদ্যাপন পরিষদ ও চাণক্য সেবা সংঘের আয়োজনে ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আলী আজম মুকুল এমপি, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার রায়হান-উজ্জামান,সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ও চাণক্য সেবা সংঘের উপদেষ্টা রাখাল চন্দ্র মিস্ত্রী, ওসি মনির হোসেন মিয়া, বোরহানউদ্দিন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, চাণক্য সেবা সংঘের সাবেক সম্পাদক ভাস্কর মজুমদার প্রমুখ।