শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা মানেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা মানেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা মানেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোট সরকারের সময়ের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশের মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, তিনি দেশবাসীকে যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়ন করেছেন। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ শেখ হাসিনার আরও অসংখ্য উন্নয়ন আজ দৃশ্যমান। তাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে রাষ্ট্র প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই।
এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনার উন্নয়নে বিএনপির গা জ্বলে। যখনই নির্বাচন আসে, তখনই ষড়যন্ত্রে, নৈরাজ্যে মেতে উঠে বিএনপি জামাতের দোসররা। কোনও গুজবে কান না দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখার আহবান জানান এমপি শাওন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।