রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বদরপুরে যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের বদরপুরে যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা || লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক কে বিজয়ের লক্ষ্যে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়ন উত্তর আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ইউনিয়নের দেবীরচর বাজারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়নের পক্ষে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি দেবীরচর বাজারের প্রধান সড়ক প্রদিক্ষণ করে ইউনিয়ন আওয়ায়ামীলীগ অফিসের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সানাউল্লাহ মাষ্টার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলমান উন্নয়ন ধারা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এবং এমপি শাওন কে আবারও বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।