শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বনবিভাগের জমি উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বনবিভাগের জমি উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর রেঞ্জের ৫ একর বনভূমি সফল অভিযান চালিয়ে জবরদখল মুক্ত করেছেন বনবিভাগ।
শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) সকাল ৯ টায় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হকের নির্দেশে, সহকারী বনসংরক্ষক, ভোলার সার্বিক তত্বাবধানে রেঞ্জ কর্মকর্তা সুফল রায়ের নেতৃত্বে, ঢালচর বিট কর্মকর্তা, স্টাফ ও এফসিভি সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপকূলীয় বনবিভাগ ভোলার আওতাধীন ঢালচর রেঞ্জের সদর বিটের চর সত্যেন মৌজা এলাকার ২ নম্বর অফিস সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের নতুন জবরদখলকৃত জায়গা কোন প্রকারের সহিংসতা ছাড়াই মুক্ত করেন বনবিভাগ। এতে করে সরকারী সম্পদ জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ একর জমি। পরে সেই দখল মুক্ত জায়গায় রেইনট্রি, অর্জুন, আকাশমনি, কাঠবাদাম, করমজা ও কাকড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন বনবিভাগ।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বলেন, যারা ঢালচরের নদী ভাংগনে ক্ষতিগ্রস্ত মানুষের সহানুভূতিকে পুঁজি করে সংরক্ষিত বন উজার করে জমি জবরদখল করছে তাদের আমরা কঠোর হস্তে প্রতিরোধ করবো। তিনি ঢালচরের নদীভাংগনে ক্ষতিগ্রস্থ মানুষের উদ্দেশ্য বলেন, তারা যেন তাদের একমাত্র প্রাকৃতিক রক্ষাকবচ সংরক্ষিত বন ধ্বংস না করেন। অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা