শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ :ভোলার লালমোহনে পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের বিলের বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয় পুলিশ। লাশটি আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের।
জানা গেছে, শনিবার বিকালের দিকে ওই এলাকার ছকিনা বিবি নামে এক নারী তার হাঁসের খাবারের জন্য পুকুরটির মধ্যে কচুরিপানা তুলতে যান। কচুরিপানা তোলার সময় তিনি দেখেন সেখানে এক পুরুষের লাশ ভাসছে। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।