শনিবার, ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মাদ্রাসা ছাত্রী উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
ভোলায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মাদ্রাসা ছাত্রী উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অপহরণ পূর্বক নিয়ে যাওয়া সময় ওই ছাত্রীকে উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা।
এসময় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রী ভোলার আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি আরো জানান, ঢাকায় থাকা মো: বায়োজীদ নামে একজন অসৎ উদ্দ্যেশে ওই মাদ্রাসা ছাত্রীকে সুকৌশলে প্রেমের ফাঁদে ফেলে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে অপহরণ পূর্বক নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলি-১০ নামে যাত্রীবাহি লঞ্চ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।