শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » গৃহহীনরের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন শেখ হাসিনা : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
গৃহহীনরের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন শেখ হাসিনা : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বিধায় দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, তাঁর দক্ষ নের্তৃত্বের ফলেই জমিসহ দৃষ্টিনন্দন ঘর পেয়ে শান্তিতে বসবাস করছে এসব পরিবারগুলো। যেটা বিগত বিএনপি জামাত জোট সরকারের সময়ে মানুষ কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনার দ্বারাই দেশ ও জনগণের ভাগ্যোন্নয়ন ও অগ্রগতি সম্ভব। তাই উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা কে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
শুক্রবার বিকেলে লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন ও বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন কে ফুলেল শুভেচ্ছা জানান আশ্রয়ণের বাসিন্দারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরণসহ আরও অনেকে।