রবিবার, ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ছয় জুয়ারি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ছয় জুয়ারি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার সময় ছয় জুয়ারি কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের কে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সাদাপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো: সেলিম, মো: রাকিব, মো: হেলাল, মো: রিয়াজ, মো: রাসেল ও মো: রিয়াজ। সকলেই সাদাপুল এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ছয় জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। মাদক, জুয়াসহ সামাজিক সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স বলেও জানান তিনি।