শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিকের মামলায় লালমোহনে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
সাংবাদিকের মামলায় লালমোহনে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে হত্যা চেষ্টার ঘটনায় দি বাংলাদেশ টুডের সাংবাদিক তৈয়বুর রহমান তুহিনের করা মামলায় দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসেন হাওলাদার, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, লর্ডহার্ডিঞ্জ ও রমাগঞ্জ ইউনিয়নের দুই বাসিন্দা লোকমান হোসেন ও আজিজ। তাঁদের কে শুক্রবার দুপুরে ভোলা কোর্টে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, সাংবাদিকতার পাশাপাশি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে ব্যবসা করেন চরফ্যাশনের বাসিন্দা তৈয়বুর রহমান তুহিন। ফলে প্রায় চরফ্যাশন থেকে লালমোহন ও তজুমদ্দিন যাতায়াত করতেন তিনি। এদিকে লালমোহন ও তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ও তাদের লোকজনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বাঁধা হয়ে দাঁড়ান তৈয়বুর রহমান তুহিন। তারই জের ধরে বুধবার রাতে চরফ্যাশন থেকে আসার পথে লালমোহনের ফুলবাগিচা গ্রামে তৈয়্যবুর রহমান তুহিনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে দুই সাবেক চেয়ারম্যানসহ ১৬ জনের নাম উল্লেখ করে লালমোহন থানায় মামলাটি দায়ের করেছিলেন তিনি।
এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।