সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখান পৌর নির্বাচন সিন্ধান্তহীনতায় আ’লীগ
ভোলার দৌলতখান পৌর নির্বাচন সিন্ধান্তহীনতায় আ’লীগ
লালমোহন বিডিনিউজ ,দৌলতখান সংবাদদাতা: আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে চরম সিন্ধান্তহীনতায় ভূগছে আ’লীগ। যার ফলে পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে আ’লীগের জন্য। তৃণমূলের ভোটে মনোনীত প্রার্থী ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ এর ভাতিজা খায়রুল হাসান খোকন দলীয় হাইকমান্ড থেকে মনোনয়ন না পাওয়ায় দলীয় মনোনীত প্রার্থী জাকির হোসেন তালুকদারের (বর্তমান মেয়র) পক্ষে কাজ করতে মাঠে নামছে না আ’লীগ ও তার সহযোগী সংগঠন গুলো। তবে ইতোমধ্যে দলের সিন্ধান্তের বাইরে গিয়ে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেনকে (বর্তমান প্যানেল মেয়র) জোড়ালো সমর্থন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। অপরদিকে দলে বিদ্রোহী প্রার্থী না থাকায় দলীয় ঐক্য ধরে রাখতে সুবিধা জনক অবস্থায় থেকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন কাকন। এদিকে কে কার পক্ষে নির্বাচন করে ভবিষ্যতে কোন ধরণের বে-কায়দায় পরেণ তার জন্য স্থানীয় হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষা করছেন বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আ’লীগের নেতা বলেন, যেহেতু দলীয় প্রতিকে নির্বাচন সেহেতু এ অবস্থা বিদ্যমান থাকলে বিএনপি উইন করতে পারে। অপরদিকে মেয়র পদের মত কাউন্সিলর পদ নিয়ে আ’লীগে দেখা দিয়েছে চরম বিরোধ। ৩টি ওয়ার্ড ব্যতিত বাকী সব ওয়ার্ডেই রয়েছে আ’লীগের একাধিক প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪, কাউন্সিলর পদে ২৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে হলফ নামায় তথ্য গোপনের অভিযোগে কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডের বিএনপি দলীয় প্রার্থী মাহাবুব মোর্শেদ কুট্রি ও ৯নং ওয়ার্ডের মিজানুর রহমান রিপনের মনোনয়ন বাতিল করেন নির্বাচন কর্মকর্তা। এদিকে সংরক্ষিত আসনে বিএনপির কোন প্রার্থী না দেয়ায় সংরক্ষিত মহিলা আসন ৩ থেকে আ’লীগ দলীয় আমেনা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
এদিকে ২৫ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধিতা করছেন আ’লীগের মো. সিরাজ উদ্দিন এবং বিএনপির জাকির হোসেন বাবুল, ২নং ওয়ার্ডে আ’লীগের জোবায়ের হোসেন, জাকির হোসেন বাবুল এবং বিএনপির হারুন অর রশীদ, ৩নং ওয়ার্ডে আ’লীগের হাসান মাহামুদ, মো. আলাউদ্দিন এবং বিএনপির সিরাজ উদ্দিন, ৪নং ওয়ার্ডে আ’লীগের নুরুল ইসলাম, নাছির উদ্দিন মাষ্টার, কিরণ পাটওয়ারী এবং বিএনপির আঃ হক, ৫নং ওয়ার্ডে আ’লীগের ফয়েজ উল¬াহ ফয়েজ, খালেদ মোশারফ মোরশেদ এবং বিএনপির মো. ফিরোজ, ৬নং ওয়ার্ডে আ’লীগের মাকসুদুর রহমান বাহার এবং বিএনপির ইব্রাহিম মোল্লা, ৭নং ওয়ার্ডে আ’লীগের মোসলেহ উদ্দিন। এই ওয়ার্ডে বিএনপি প্রার্থী মাহাবুব মোরশেদ কুট্টির মনোনয়ন বাতিল করা হয়েছে। ৮নং ওয়ার্ডে আ’লীগের ওয়াজেদ কবীর, মেহেদী হাসান খোকন, নুরে আলম এবং বিএনপির আব্দুল কাদের, ৯নং ওয়ার্ডে আ’লীগের আব্দুল বারেক সওদাগর এবং বিএনপির আলমগীর হোসেন। এই ওয়ার্ডে মিজানুর রহমান রিপনের মনোনয়ন বাতিল করেন নির্বাচন অফিস।
নাম না প্রকাশের সত্যে একধিক আ’লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা বলেন, আমরা একক প্রার্থী আনার জন্য কাজ করছি। সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে।