বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে এমপি শাওনের ঈদ শুভেচ্ছা বিনিময়
লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে এমপি শাওনের ঈদ শুভেচ্ছা বিনিময়
লালমোহন প্রতিনিধি : পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (২৯ জুন) লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের পূর্বে মক্কা নগরী থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে নির্বাচনী এলাকার মানুষ কে ঈদ শুভেচ্ছা জানান তিনি।
এ এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার পর থেকে প্রতিবছরই আপনাদের সাথে ঈদ উদযাপন করেছি। এবার নিয়ে
দু’বার পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব থাকায় আপনাদের সাথে ঈদ করতে পারিনি।
তিনি বলেন, আমি পবিত্র মক্কা নগরীতে থাকলেও মনে হয় আপনাদের মাঝে আছি। আমি পবিত্র হজ্বে লালমোহন তজুমদ্দিনবাসী সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, কাউন্সিলর সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক তানজিম হাওলাদারসহ সকল ধর্মপ্রাণ মুসলমানগণ।