সোমবার, ২৬ জুন ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কৃষকলীগের কমিটি ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কৃষকলীগের কমিটি ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার রাতে উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোখলেস বকসী ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।
কমিটিতে সভাপতি হিসেবে মো. খোকন খলিফা, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হালিম (মাহে আলম) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. বাবুল কে ঘোষণা করা হয়। আগামী ১৪ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির কাছে জমাদানের নির্দেশ প্রদান করা হয়।
এদিকে বাংলাদেশ কৃষকলীগ বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখার নবগঠিত কমিটিতে সুযোগ পাওয়ায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা কৃষকলীগের সভাপতি- সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।