শুক্রবার, ২৬ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সরকার বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে-পানিসম্পদ প্রতিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
সরকার বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে-পানিসম্পদ প্রতিমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামিম, এমপি বলেছেন, বিশ্ব যখন যুদ্ধ-বিগ্রহের কারনে পিছিয়ে যাচ্ছে, শেখ হাসিনা তখন বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করছেন। লালমোহন তজুমদ্দিনকে নদী ভাঙ্গার হাত থেজে রক্ষা করতে ১ হাজার ৯৬ কোটি টাকা ব্যয় করে ৩৪ কিঃমিঃ নদীর তীর সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এই সরকারের আমলে এর আগেও তজুমদ্দিনে সাড়ে ৬শ কোটি টাকা ব্যয় করে ব্লক ও জিও ব্যাগ স্থাপনের কাজ বাস্তবায়ন করা হয়েছে। তাই মেঘা প্রকল্প গুলো চলমান রাখতে শেখ হাসিনাকে ক্ষমতা রাখা প্রয়োজন। কারন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে জনকল্যাণ মুখী কাজগুলো বন্ধ করে দেয়। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জামায়াত সরকার প্রতিটি ইউনিয়নে শেখ হাসিনা সরকারের দেয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার বেড়ীবাঁধ এলাকায় জিও ব্যাগ স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে তজুমদ্দিন বাজারে এক সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বাস্তবায়নে বিশাল “জনসমাবেশ” এ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বৈশ্বিক সংকটেও বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এই উন্নয়নকে আরো গতিশীল ও অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। নইলে বিএনপি জামায়াত বাংলাদেশকে আবারো লুটপাটের আখড়ায় পরিনত করবে।
পানি উন্নয়ন বোর্ড (দক্ষিনাঞ্চল) এর প্রধান প্রকৌশলী মজিবুর রহমান এর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত সচিব (উন্নয়ন) পানি সম্পদ মন্ত্রনালয় মোঃ নুরুল আলম, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিযিয়ন) পানি উন্নয়ন বোর্ড রমজান আলী প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-ভোলা) আসাদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভোলা পওর সার্কেল, পানি উন্নয়ন বোর্ড ভোলা মোঃ বাবুল আখতার, ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ,তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।