শুক্রবার, ২৬ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বকনা বাছুর পেলো ৪১ জেলে।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বকনা বাছুর পেলো ৪১ জেলে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভোলার লালমোহনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪১জন জেলের মাঝে ৪১টি বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের ভাগ্যোন্নয়েনর স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ কে জয়ী করতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরও অনেকে।