বুধবার, ২৪ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব শান্তির পক্ষে থাকায় বিশ্ববন্ধু উপাধী পেয়েছিলেন বঙ্গবন্ধু : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
বিশ্ব শান্তির পক্ষে থাকায় বিশ্ববন্ধু উপাধী পেয়েছিলেন বঙ্গবন্ধু : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব শান্তির পক্ষে। তাই বিশ্ব শান্তি পরিষদ তাঁকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করেছিল। বিশ্ব শান্তির পক্ষে থাকায় সেদিন বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধু কে ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি পদক ছিল বঙ্গবন্ধুর কর্মের স্বীকৃতি ও স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিম’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ আরও অনেকে।