মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » অপরাধরোধে জনগণের সাথে পাহাড়ায় থাকবে পুলিশ : ওসি মুরাদ || লালমোহন বিডিনিউজ
অপরাধরোধে জনগণের সাথে পাহাড়ায় থাকবে পুলিশ : ওসি মুরাদ || লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিন প্রতিনিধি : চুরি, ডাকাতি প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ স্থানীয় জনসাধারণের সাথে রাত্রিকালীন পাহারা দেবে বলে বলে জানিয়েছেন ভোলার তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ।
মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
‘আপনার পুলিশ আপনার পাশে’ ও ‘তথ্য দিন, সেবা নিন’ স্লোগানে ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তজুমদ্দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাদক, জুয়া ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উপস্থিত জনগণের প্রতি আহবান জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ। একইসাথে স্থানীয় জনসাধারণের সাথে পুলিশ রাত্রিকালীন পাহারা দেওয়া ও সংশ্লিষ্ট বিট অফিসার কে এলাকায় চোর ডাকাতের তালিকা করার দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, স্থানীয় আওয়ামী লীগ নেতা হ্যাপি দত্ত, মুক্তিযোদ্ধা জহুর মাস্টার, বিট অফিসার এসআই এমদাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মাদক, জুয়াসহ নানা অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।