সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এবারও লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে ঈদ করবেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
এবারও লালমোহন-তজুমদ্দিনবাসীর সাথে ঈদ করবেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের মতো এবারও নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের মানুষের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ উপলক্ষে আজ (রবিবার) ঢাকা থেকে স্ব পরিবারে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।
আগামীকাল (সোমবার) সকালে লালমোহন নাজিরপুর লঞ্চঘাটে এসে পৌঁছাবেন এবং সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিবনগর সরকার দিবসের আলোচনা সভাসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন এমপি শাওন।
উল্লেখ্য, ২০১০ সালের একটি উপনির্বাচনের মধ্য দিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন নুরুন্নবী চৌধুরী শাওন। এরপর থেকে প্রতিটি ঈদেই নিজ নির্বাচনী এলাকায় এসে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করেছিলেন তিনি।